Friday, February 24, 2017

HTML Body Tutorial (এইচটিএমএল বডি টিউটোরিয়াল)



body ট্যাগ এর আগের টিউটোলিয়ালগুলির প্রায় সব জায়গায় ব্যবহার করা হয়েছে <body></body> এর ভিতরেই সব কনটেন্ট রাখতে হয় ul, li, a, h1 ... h6, p, div এক কথায় সব এলিমেন্ট এর ভিতরে থাকবে html আর head এর ভিতর যে কয়েকটি এলিমেন্ট নির্দিষ্ট করা আছে সে কয়েকটি ছাড়াhttp://w3bay.com
HTML Body Tutorialযেকোন ওয়েব পেজে যান এবং সেটার সোর্স কোড দেখুন, ......ব এলিমেন্ট body এর ভিতর দেখতে পাবেন মজিলা ফায়ারফক্স দিয়ে সোর্স দেখার জন্য ওয়েব পেজের উপর রাইট বাটন ক্লিক করে "View Page Source" এ ক্লিক করুন তাহলে পেজটির পুরো এইচটিএমএল দেখতে পাবেনhttp://w3bay.com
leftmargin, topmargin, text, background, bgcolor এরকম আরো বেশকিছু এট্রিবিউট ছিল body এলিমেন্টের জন্য তবে HTML 5 এ এখন এটা Deprecated (ডেপ্রিকেটেড অর্থ হচ্ছে এইচটিএমএল অর্গানাইজেশন আর এটার জন্য সাপোর্ট দিচ্ছেনা এবং শীঘ্রই এইচটিএমএল থেকে সমপূর্ন সরিয়ে ফেলা হবে তবে সরিয়ে ফেলার আগ পর্যন্ত ব্রাউজার সাপোর্ট করবে backward compitability এর জন্য) http://w3bay.com
আরেকটা টেকনিকাল শব্দ আছে Obsolete. এর অর্থ হচ্ছে সম্পূর্ন সরিয়ে ফেলা যখন কোন কিছু W3C specification থেকে Obsolete করা হয় তার কিছু আগে আগে জিনিসটি Deprecated করে দেয় (এইচটিএমএল অর্গানাইজেশন)
যাইহোক গ্লোবাল এট্রিবিউটগুলি body এলিমেন্টে ব্যবহার করা যাবে আসলে সব এইচটিএমএল এলিমেন্টেই গ্লোবাল এট্রিবিউট ব্যবহার করা যায় যেমন dir: ডকুমেন্টের এলিমেন্টগুলির দিক নির্নয়ের জন্য এর ৩টি মান দেয়া যায়http://w3bay.com
. ltr দিলে বা থেকে ডানে টেক্টট দেখাবে যেমন আমাদের সাইটটি দেখাচ্ছে
. rtl দিলে লেখা ডান থেকে বামে দেখাবে যেমন আরবী, হিব্রু ভাষার সাইটগুলিতে দেখবেন <body dir="rtl"> এমন থাকেhttp://w3bay.com
.  auto দিলে ব্রাউজার নিজেই বের করে নেয়ার চেষ্টা করবে যে কোন দিকে দেখাবে এমন ভাষার যদি সাইট বানান যেটা বা থেকে ডানে নাকি ডান থেকে বামে হবে জানেন না তখন এটা ব্যবহার করতে পারেনhttp://w3bay.com

id, class, style, lang (ভাষার জন্য যেমন বাংলা ভাষার সাইট বানালে দিতে হবে <body lang=''bn">) ইত্যাদিhttp://w3bay.com

Related Posts:

  • HTML Paragraph Tutorial (এইচটিএমএল প্যারাগ্রাফ টিউটোরিয়াল) এইচটিএমএল প্যারাগ্রাফ(HTMLParagraph) কোন লেখা কাজকে প্রকাশ করার ক্ষেত্রে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। এটি খুবই সাধারন এবং মৌলিক। <p> ট্যাগ দারা অনুচ্ছেদ (প্যারাগ্রাফ) নিদের্শ করা হয়। এই ট্যাগ ব্যবহার করার ফলে… Read More
  • HTML Link Tutorial (এইচটিএমএল লিংক টিউটোরিয়াল) এইচটিএমএল লিংক টিউটোরিয়াল আপনি চাইলে আপনার সাইটের কোন টেক্সটের উপর লিংক তৈরী করে দিতে পারেন যেখানে ক্লিক করলে অন্য পেজ/সাইট আসবে। anchor tag এর সাহায্যে লিংক তৈরী করা হয়। শুধু টেক্সট নয় আপনি চাইলে একটা মেইল এড্রেসের উপর… Read More
  • HTML Color code Tutorial (এইচটিএমএল কালার কোড টিউটরিয়াল) Color set করার তিনটি পদ্ধতি আছে। সাধারন কিছু কালার যেমন কালো, সাদা, লাল, সবুজ, নীল। এইচটিএমএল এ কালার value লেখার সময় সরাসরি এদের নাম লেখা হয়।নিচে ১৬টি মৌলিক কালারের নাম লেখা হল। ১৬টি মৌলিক কালার:Black, Gray, Silver,… Read More
  • HTML- Coloring system: Hexadecimal Tutorial (এইচটিএমএল-রং পদ্ধতি:হেক্সাডেসিমাল টিউটরিয়াল) এইচটিএমএল-রং পদ্ধতি:হেক্সাডেসিমাল (HTML- Coloring system: Hexadecimal) প্রথম প্রথম Hexadecimal system বুঝতে একটু কারন এই system একটু জটিল ও কঠিন। practice করার মাধ্যমে বিষয়টি অনেক সহজ হয় যাবে। এই Hexadecimal system সকল… Read More
  • HTML Font Tutorial (এইচটিএমএল ফন্ট টিউটোরিয়াল) এইচটিএমএল ফন্ট  (HTML Font)  Add caption <font> ট্যাগ ব্যাবহার করে ওয়েব সাইটের টেক্সটের স্টাইল, সাইজ এবং কালার যোগ করা হয়। size, color এবং face attributes ব্যাবহার করে আপনি ফন্ট কে কাস্টমাইজ করতে পার… Read More

0 comments:

Post a Comment

All Time Most Readable Post

Featured Post

Basic SEO Tutorial for Beginners, Basic SEO Tutorial. শিক্ষানবিশদের জন্য বেসিক এসইও টিউটোরিয়াল?

Basic SEO Tutorial for Beginners Though some try to categorise  SEO  as a science, the reality is that SEO is as much art as it is sc...

onpage seo