Friday, February 3, 2017

What is HTML? এইচটিএমএল কি?


এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language.এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়,মার্কআপ ল্যাংগুয়েজ ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবেতবে এটা শেখা খুব সহজ
এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেনএরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন।
তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হলসবশেষে পিএইচপি+ ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven ওয়েবসাইট  তৈরী করতে পারবেন
যে জিনিস লাগবে এইচটিএমএল শিখতে (অর্থ্যাৎ এইচটিএমএল কোড কোথায় লিখবেন)
নোটপ্যাড- Notepad open করে তৈরী হোনযেহেতু নতুন তাই নোটপ্যাড দিয়েই শুরু করুন পরে অন্য কোন এডভান্সড এডিটরে সুইচ করবেন যেমন NetBeans,Notepad++,Brackets বা Dreamweaver.

এইচটিএমএল শিখতে যে শব্দগুলি ভালভাবে জানা দরকার-
v  এইচটিএমএল এলিমেন্ট (Elements) / এইচটিএমএল অ্যাট্রিবিউট (Attribute)
v  এইচটিএমএল ট্যাগ (Tag)
এলিমেন্টস(Elements):
 এলিমেন্টস হল HTML এর মুল কেন্দ্রবিন্দু
তারা HTML page এর প্রতেকটি টেক্সটের অংশকে বর্ননা করে এলিমেন্টস গুলো ট্যাগ(tag) এর মাধ্যমে তৈরী HTML এলিমেন্টগুলি অনেক স্তরে বিদ্যমানসবকিছু যা আপনার চোখের সামনে Web page এ বিদ্যমান তা হতে পারে Paragraph text, কোন ব্যনার,নেভিগেশন লিংক ইত্যাদি সব কিছুই elements এই পেজটির
একটি এলিমেন্ট(Element) মুল তিনটি অংশ নিয়ে গঠিত শুরু করার ট্যাগ(opening tag) ,এলিমেন্ট এর ধারনকৃত অংশ এবং শেষে বন্ধ করার ট্যাগ(closing tag)
<p> - opening paragraph tag
Element Content - paragraph words
</p> - closing tag
প্রত্যেক Web page এর অতিব প্রয়োজনীয় চারটি এলিমেন্ট(Element) থাকে এগুলো হলো্: HTML,head, title এবং body elements এগুলো বিষয়ে নিচে আলোচনা করা হয়েছে
<html> Element...</html>
সবার প্রথমে HTML লেখার শুরুতে HTML শব্দের প্রথমে এবং শেষে less than  ও  greater than ( < >) চিহ্ন দিতে হয় যেমন: <html> কোন কিছু লেখার পর শেষে </html> closing ট্যাগটি দিতে হবে অর্থাৎ <html> Welcome to Bangladesh </html>Welcome to Bangladesh এই লেখাটি Web page এ প্রদশিত হবেআমরা খুব সহজে Notepad এ লিখে Web page তৈরী করতে পারি এজন্য আমদের Notepad Open করতে হবে
প্রথমে start মেনু    All Programs > Accessories >Notepad
তারপর Notepad হবার পর নিম্নের কোডটি লিখবো
<html>
<head>
<title> My First Website </title>
</head>
<body>
Welcome to Bangladesh
</body>
</html>
এভাবে লেখার পর Notepad এর ফাইল মেনু হতে save এ ক্লিক করব তারপর index.html নামে save করব
সেভ করা ফাইলটিকে Double click করে open করবো দেখবো যে লেখাটি Browser open হয়েছে খুব সহজে একটা web Page তৈরী হয়ে গেলো

<head> element
একটি ডকুমেন্ট head,  ডকুমেন্ট সস্বন্ধে মৌলিক ধারনা দেয় <head> elements যা পেজের header নির্দেশ করে head elements এর মধ্যে রাখা ট্যাগ সরাসরি ব্রাউজারে প্রদর্শিত হয় না আমরা টাইটেল এলিমেন্ট এর মাধ্যমে প্রকাশ করতে পারি




<title> element
<head> এলিমেন্ট এর মাঝে <title> এলিমেন্ট রাখতে হয় যেই  শব্দগুলো title elements এর opening (<title>)এবং closing(</title>) tag এর মধ্যে লেখা হয় তা browser এর টাইটেল বা শিরোনাম হিসাবে প্রদর্শিত হয়

<html>
<head>
<title> My WebPage!</title>
</head>
</html>
<body> element
body element যা web page এর প্রদর্শিত সকল বিষয় গুলো ধারন করে যে সব বিষয় গুলো আমরা web page এ দেখাতে চাই তা body element ট্যাগ এর মধ্যে রাখতে হয়
<html>
<head>
<title>My WebPage!</title>
</head>
<body>
Hello World! All my content goes here!
</body>
</html>
এই কোডগুলি নোটপ্যাডে কপি পেস্ট করে .html extension দিয়ে সেভ করে যেকোন ব্রাউজারে খুলুন এবং নিজের তৈরী প্রথম ওয়েব পেজ দেখুন

যখন আপনি এইচটিএমএল ডকুমেন্ট উপর হতে নিচ , ডান হতে বামে সব সময় আপনি ট্যাগ দেখতে পাবেন এটি এমন ভাবে প্রদর্শিত হবে যেন paragraph দেখতে paragraph এর মতো, টেবিল দেখতে টেবিল এর মতো
ট্যাগ এর প্রধান তিনটি অংশ আছে
v  শুরু করার ট্যাগ(opening tag)
v  ধারনকৃত অংশ(contents)
v  শেষ করার ট্যাগ (closing tag)
এইচটিএমএল ট্যাগ এর মাধ্যমে আপনি web page এ আপনার পছন্দ মত বার্তা পাঠাতে পারেন

<p>A Paragraph Tag</p>
ট্যাগ এর বর্ণ ছোট হাতের অক্ষর হওয়া উচিত নিচে আরো কতক গুলো ট্যাগ দেখানো হলো
<body> Body Tag (acts as a content shell)
<p>Paragraph Tag</p>
<h2>Heading Tag</h2>
<b>Bold Tag</b>
<i>Italic Tag</i>
</body>
Closing ট্যাগ ছাড়া ট্যাগ:
কিছু কিছু ট্যাগ আছে যাদের closing tag দেয়ার প্রয়োজন নেই তারা কোন এলিমেন্ট ধারন করে নাসে ট্যাগ টি হচ্ছে line break tag এবং তা <br/> রুপে প্রকাশ করা হয় যা বিশেষ ভাবে ব্যবহার করা হয় অর্থাৎ একটি লাইন লেখা বাদ দিয়ে অপর লাইন হতে লেখা শুরু করার জন্য এ ট্যাগ টি ব্যবহার করা হয়
আরো কিছু ট্যাগ আছে যাদেরকে বিশেষভাবে ব্যবহার করা হয় যেমন ইমেজ ট্যাগ, ইনপুট ট্যাগ
<img src="images/mypic.jpg" width=”150” height=”150” /> -- Image Tag
<br /> -- Line Break Tag
<hr/> -- Horizontal Line
<link rel=”stylesheet” type=”text/css” href=”css/style.css” /> -- CSS External Link




এইচটিএমএল ডকুমেন্ট DOC type (HTML document - DOC type)
<!DOCTYPE html>
 <html>
<head>
<!---  JS/CSS file is to be added here -->
</head>
<body>
 <h1>This is my Headline 1</h1>
 <p>demo content goes here. </p>
 </body>
 </html>
প্রথম লাইনটি <!DOCTYPE html> হচ্ছে ডকুমেন্টটি কি ধরনের তা বোঝানোর (ব্রাউজারকে) জন্য দেয়া হয়। এইচটিএমএল এর কোন ভার্সন ব্যবহার করবেন সেটার উপর ভিত্তি করেই এই ডিক্লেয়ারেশন টি দেয়া হয়। যেমন উপরের ডকুমেন্ট টি এইচটিএমএল ৫ এর একটি ডকুমেন্ট । এরুপ যদি এটা XHTML এর ১.০ ভার্সন হতো তাহলে ডিক্লেয়ারেশনটি দিতে হতো এভাবে
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN"
এটা হচ্ছে ট্রানজিশনাল অর্থ্যাৎ এইচটিএমএল এর সকল কিছু এই্ ডকুমেন্টে লেখা যাবে সাথে সাথে deprecated এলিমেন্টগুলিও ব্যবহার করা যাবে যেমন fontফ্রেমসেট ব্যবহার করা যাবেনা।
যাইহোক এভাবে "xhtml1-transitional.dtd" এর জায়গায় "xhtml1-strict.dtd" দিলে deprecated এলিমেন্টগুলি ব্যবহার করা যাবেনা।** এখন HTML5 আসার পর এগুলি আর সাধারনত ব্যবহার করেনা। HTML 5 এর ডিক্লেয়ারেশন দেয়া হয়।
<!DOCTYPE html>
যাইহোক এটা খুব গুরত্বপূর্ন কিছু নয়। কপি করে (X)HTML ডকুমেন্ট লেখার শুরুতে পেস্ট করে দিলেই চলবে। তবে দিতে হবে কেননা না দিলে কিছু কিছূ ব্রাউজারে ঠিকমত আউটপুট আসেনা যেমন ইন্টারন্টে এক্সপ্লোরার (IE)
বর্তমানে XHTML এই বেশি ব্যবহৃত হচ্ছে তাই এই সাইটেও HTML এর মুরব্বি XHTML এরই টিউটোলিয়াল দেয়া হচ্ছে, যদিও উচ্চারন করছি HTML আসলে সব এইচটিএমএল এর টিউটোলিয়ালগুলিতে আমরা XHTML এরই নিয়ম অনুসরন করেছি। আর একটা দরকারী কথা, HTML এর সর্বশেষ ভার্সন HTML 5 আসার পর এখনতো এটাই বেশি ব্যবহার করা হচ্ছে বিশ্বের ওয়েবজুড়ে।

0 comments:

Post a Comment

All Time Most Readable Post

Featured Post

Basic SEO Tutorial for Beginners, Basic SEO Tutorial. শিক্ষানবিশদের জন্য বেসিক এসইও টিউটোরিয়াল?

Basic SEO Tutorial for Beginners Though some try to categorise  SEO  as a science, the reality is that SEO is as much art as it is sc...

onpage seo