Thursday, February 9, 2017

HTML- Coloring system: Hexadecimal Tutorial (এইচটিএমএল-রং পদ্ধতি:হেক্সাডেসিমাল টিউটরিয়াল)

এইচটিএমএল-রং পদ্ধতি:হেক্সাডেসিমাল (HTML- Coloring system: Hexadecimal)

প্রথম প্রথম Hexadecimal system বুঝতে একটু কারন এই system একটু জটিল ও কঠিন। practice করার মাধ্যমে বিষয়টি অনেক সহজ হয় যাবে। এই Hexadecimal system সকল ক্ষেত্রে গ্রহনযোগ্য এবং বহুল ব্যবহৃত। Hexadecimal system টি ইন্টারনেটের standard color
Hexadecimal হল ৬ digit কালারের উপস্থাপন। প্রথম দুটি digit(RR), Red value নির্দেশ করে পরবর্তি দুটি digit(GG), Green value নির্দেশ করে এবং সর্বশেষ দুটি digit(BB), Blue value নির্দেশ করে।
এইচটিএমএল হেক্সাডেসিমাল রং
bgcolor="#RRGGBB"
এইচটিএমএল -রং কোড (HTML- Color code: breaking the code)
নিচে টেবিলে দেখানো হয়েছে কিভাবে বর্ণ Hexadecimal system এর Numbering system কে বর্ধিত করে ১৬ digit এ উন্নীত করে।
Decimal           0          1          2          3          4          5          6          7          8          9          10        11        12        13            14        15
Hexadecimal    0          1          2          3          4          5          6          7          8          9          A         B          C          D            E          F
Hexadecimalতাই বর্ণকে নম্বর হিসাবে ব্যবহার করা হয়। এই বর্ণকে পরে নম্বরে রুপান্তর করা হয়।নিচে একটি উদাহরন দেয়া হলো।
একটি বাস্তব হেক্সাডেসিমাল:
bgcolor="#FFFFFF"
এখানে "F" হচ্ছে সবোর্চ্চ পরিমান এবং এই কালারটি ("#FFFFFF")সাদা কালার নিদের্শ করে। নিচে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে।
হেক্সাডেসিমাল সূত্র:
উপরের সূত্রটি বাস্তব। প্রথমে F এর মান(১৫) কে ১৬ দ্বারা গুন করে পরবর্তি মানের সাথে যোগ করতে হবে। ২৫৫ মানটি যেকোন প্রাথমিক কালারের মানের ক্ষেত্রে সর্বোচ্চ।নিচে আরও উদাহরন দেয়া হলো।
উদাহরন:
bgcolor="#CC7005"
CC(RR - Red)
(12 * 16) + (12) = 204
70(GG - Green)
(7 * 16) + (0) = 112
05(BB - Blue)

(0 * 16) + (5) = 5

Related Posts:

  • (HTML Attribute Totorial (এইচটিএমএল এট্রিবিউট টিউটোরিয়াল) এইচটিএমএল এট্রিবিউট (HTML Attribute) ট্যাগ কে সম্প্রসারন করার জন্য এট্রিবিউট ব্যবহার করা হয়। ধরুন যদি আমরা একটি টেবিল তৈরী করি তবে attributes ব্যাবহার করে টেবিল এর প্রস্থ, উচ্চতা ঠিক করতে পারি। আর attributes value দিয়ে ট… Read More
  • Freelancing on the future of web development and career? ওয়েব ডেভেলপমেন্ট এর ভবিষ্যত এবং ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার? ওয়েব ডেভেলপমেন্ট  হচ্ছে ওয়েবসাইটের জন্য এপ্লিকেশন তৈরী করা। উপরে যে এপ্লিকেশনগুলির উল্লেখ করেছি এধরনের আরো হাজারো এপ্লিকেশন আছে, ওয়েব ডেভেলপারকে এসব এপ্লিকেশন তৈরী করতে হবে।যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে ক্লাইন… Read More
  • What is Web Design? ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরী করা।ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো,এখানে কোন এপ্লিকেশন থাকবেনা।যেমন লগিন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে স… Read More
  • HTML Body Tutorial (এইচটিএমএল বডি টিউটোরিয়াল) Add caption এইচটিএমএল বডি (HTML Body) Body tag যা web page এর সকল element ধারন করে। Tables, Lists, Forms, paragraph element গুলোকে Body element এর মধ্যে রাখতে হয়।http://w3bay.com HTML - Body Margins: Attributes Le… Read More
  • What is HTML? এইচটিএমএল কি? এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language.এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়,মার্কআপ ল্যাংগুয়েজ। ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।তবে এটা শেখা খুব সহজ। এটা শিখলেই আপনি এক… Read More

0 comments:

Post a Comment

All Time Most Readable Post

Featured Post

Basic SEO Tutorial for Beginners, Basic SEO Tutorial. শিক্ষানবিশদের জন্য বেসিক এসইও টিউটোরিয়াল?

Basic SEO Tutorial for Beginners Though some try to categorise  SEO  as a science, the reality is that SEO is as much art as it is sc...

onpage seo