Monday, February 13, 2017

HTML Images Tutorial (এইচটিএমএল ছবি টিউটোরিয়াল)

এইচটিএমএল ছবি (HTML Images)

ছবি একটা গুরুত্বপুর্ন বিষয় এর সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। <img/> ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েব পেজ এ ইমেজ নিয়ে আসতে পারি।
<img src="/sunset.gif" />
এইচটিএমএল-ছবি src:
Src attribute গুরুত্বপুর্ন বিষয়। Src এর অর্থ সোর্স(source) অর্থাৎ ইমেজের উৎস বা যেখানে picture file টি অবস্থিত।
দুটি উপায়ে আমরা ইমেজের সোর্স নির্দিস্ট করতে পারি।
১. Standard URL ব্যবহার করে
HTML Image(src=http://www. ypdesign.tk/pics/htmlT/sunset.gif)
২. web server file কপি বা আপলোড করে
(src="/../sunset.gif")
এই picture file এর location এর সাথে .এইচটিএমএল file এর location এর সম্পর্ক আছে।
URL Types:
Local Src
Location Description
src="/sunset.gif"
picture file এবং .html file একই  directory তে অবস্থান বরে।
src="/../sunset.gif"
picture file পুর্ববতি  directory তে অবস্থান করে .html file মত।
src="/../pics/sunset.gif"
pic directory এর picture file পুর্ববতি directory তে অবস্থান করে .html file এর মত।


এইচটিএমএল-alternative attribute:

Alt attribute নির্দিস্ট করে অলটারনেটিভ টেক্সট অর্থ্যাৎ যখন ইমেজ প্রদশির্ত হয় না তখন অলটারনেটিভ টেক্সটি প্রদশির্ত হয় । ইমেজ প্রদশির্ত না হওয়ার কারন হতে পারে ফাইলটি নষ্ট হয়ে গেছে বা browser ইমেজ ফাইলটি খুজে পাচ্ছে না।
<img src="http://example.com/brokenlink/sunset.gif" alt="Beautiful Sunset" />

এইচটিএমএল-ছবি height এবং width:
ইমেজের height এবং width ঠিক করার জন্য height এবং width attribute ব্যাবহার করা হয়।
<img src="/sunset.gif" height="50" width="100">

এইচটিএমএল-Vertically এবং Horizontally align ছবি:
Align এবং valign attribute ব্যবহার ইমেজের অবস্থান নির্ধারন করতে পারি।
align (Horizontal), right, left, center, valign (Vertical), top, bottom, center
<p>This is paragraph 1, yes it is...</p>
<p>
<img src="/sunset.gif" align="right">
The image will appear along the...isn't it?
</p>
<p>This is the third paragraph that appears...</p>

এইচটিএমএল-ইমেজকে লিংক হিসাবে ব্যবহার:
ইমেজকে লিংক হিসাবে ব্যবহার করা যায়।
<a href="http://www.ypdesign.tk/">
<img src="/sunset.gif"></a>

এইচটিএমএল- Thumbnails:
Thumbnails হল ছোট সাইজের ইমেজ যা বড়, ভাল মানের ইমেজের সাথে লিংক করে। এই লিংক মাধ্যমে picture quality রক্ষা করা যায়।Thumbnails একটা নিম্ন মানের ইমেজ যা ইমেজ লিংক হিসাবে কাজ করে।
<a href="/sunset.gif">
<img src="/thmb_sunset.gif">

</a>

Related Posts:

  • HTMT TAG LIST Ordered Alphabetically DTD: indicates in which HTML 4.01 / XHTML 1.0 DTD the tag is allowed. S=Strict, T=Transitional, and F=Frameset    88 ----HTMT TAG Tag Description DTD … Read More
  • ( HTML Div Tutorial in Bangla) এইচটিএমএল ডিভ টিউটোরিয়াল এইচটিএমএল ডিভ টিউটোরিয়াল ( HTML Div Tutorial in Bangla) div ট্যাগ (<div></div>) খুব গুরত্বপূর্ন একটি ট্যাগ এইচটিএমএল এর। এইচটিএমএল এর এলিমেন্ট এর ভিতরে রেখে section (খন্ড) তৈরী করা হয়। যতগুলি div ততগুলি খন্ড।… Read More
  • HTML Body Tutorial (এইচটিএমএল বডি টিউটোরিয়াল) body ট্যাগ এর আগের টিউটোলিয়ালগুলির প্রায় সব জায়গায় ব্যবহার করা হয়েছে। <body></body> এর ভিতরেই সব কনটেন্ট রাখতে হয়। ul, li, a, h1 ... h6, p, div এক কথায় সব এলিমেন্ট এর ভিতরে থাকবে html আর head এর ভিতর যে কয়েক… Read More
  • css tutorial / css selector tutorial / সিএসএস টিউটোরিয়াল | ভূমিকা আপনারা নিজের web designing এর দক্ষতা উপরের ধাপে উন্নিত করতে চাইলে Cascading Style Sheets (CSS) এর কোন বিকল্প নেই। এখানে ধারাবাহিকভাবে সিএসএস টিউটোরিয়াল গুলো আলোচনা করা হবে। সিএসএস এর মাধ্যমে … Read More
  • Internal/External/Inline CSS Tutorial (ইন্টারনাল/এক্সটার্নাল/ইনলাইন সিএসএস টিউটোরিয়াল) ইন্টারনাল সিএসএস টিউটোরিয়াল (Internal CSS) Cascading Style Sheets লেখার তিনটি ধরন আছে যেমন - internal, external এবং inline। যখন আপনারা  ইন্টারনাল সিএসএস ব্যবহার করবেন তখন অবশ্যই একটা নতুন ট্যাগ যোগ করতে হবে যেটা হচ্… Read More

0 comments:

Post a Comment

All Time Most Readable Post

Featured Post

Basic SEO Tutorial for Beginners, Basic SEO Tutorial. শিক্ষানবিশদের জন্য বেসিক এসইও টিউটোরিয়াল?

Basic SEO Tutorial for Beginners Though some try to categorise  SEO  as a science, the reality is that SEO is as much art as it is sc...

onpage seo