Thursday, February 23, 2017

অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে গ্রাফিক ডিজাইন এর কি কি কাজ পাওয়া যায়।

Graphic Design Tutorial
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের অন্যতম একটি মাধ্যম হল গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এমনি একটি ক্ষেত্র, যার চাহিদা দিন দিন বেড়েই চলছে। একজন প্রফেশনাল ডিজাইনার মাসে হাজার ডলারেরও উপরে আয় করতে পারেন। আপওয়ার্ক, Fiverr, Peopleperhour,99designs গ্রাফিক ডিজাইন এর প্রচুর কাজ পাওয়া যায় । যারা নতুন ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চান তারা গ্রাফিক ডিজাইন এর কাজ শিখতে পারেন । বাংলাদেশেও এর চাহিদা অনেক রয়েছে। তবে নারীদের জন্য এটি একটি ভাল সেক্টর। আমার জানা মতে বাংলাদেশের অনেক নারী অনলাইনে গ্রাফিক ডিজাইনের কাজ করে প্রচুর টাকা আয় করছেন। তবে এ কাজ ভালো করে শিখতে হবে।
গ্রাফিক ডিজাইনের যেসব কাজ পাবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে…
১. লোগো ডিজাইনw3bay.com
২. বিজনেস কার্ড ডিজাইন
৩. ব্যানার/পোস্টার ডিজাইন
৪. ওয়েব সাইটের জন্য পিএসডিw3bay.com তৈরি
৫. স্টিকার ডিজাইনw3bay.com
৬. প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন
৭. ইমেজ এডিটিংএন্ড রিসাইজ
৮. ফটো রিটাচিংw3bay.com
৯. স্কেচ তৈরি/ড্রয়িং করা

0 comments:

Post a Comment

All Time Most Readable Post

Featured Post

Basic SEO Tutorial for Beginners, Basic SEO Tutorial. শিক্ষানবিশদের জন্য বেসিক এসইও টিউটোরিয়াল?

Basic SEO Tutorial for Beginners Though some try to categorise  SEO  as a science, the reality is that SEO is as much art as it is sc...

onpage seo