Color set করার তিনটি পদ্ধতি আছে। সাধারন
কিছু কালার যেমন কালো, সাদা, লাল,
সবুজ, নীল। এইচটিএমএল এ কালার value লেখার সময় সরাসরি এদের নাম লেখা হয়।নিচে ১৬টি মৌলিক কালারের নাম লেখা
হল।
১৬টি মৌলিক কালার:Black,
Gray, Silver, White, Yellow, Lime, Aqua, Fuchsia, Red, Green, Blue, Purple, Maroon,
Olive, Navy, Teal
এইচটিএমএল-রং পদ্ধতি আরজিবি মান
(HTML- Coloring system: rgb value)
আমি আপনাদেরকে নিরাপদ web
design এর জন্য HTML rgb ব্যবহারের পরামর্শ
দেব না কারন Non-IE browser, HTML
rgb সাপোর্ট করে না। আপনারা যদি CSS শিখতে চান
তাহলে আপনাদের উচিত এই বিষয় সম্বন্ধে জানা।
Red, Green এবং Blue এই
তিনটি কালারের সমষ্টি হচ্ছে rgb । প্রত্যেকের
মান ০(যখন কোন কালার থাকে না) হতে ২৫৫(যখন ঐ কালারটি সম্পুর্ন থাকে)। rgb ফরমেটটি হল rgb(RED,GREEN,BLUE)।
Red, Green এবং Blue
এর মান:
bgcolor="rgb(255,255,255)" White
bgcolor="rgb(255,0,0)" Red
bgcolor="rgb(0,255,0)" Green
bgcolor="rgb(0,0,255)" Blue
0 comments:
Post a Comment