এইচটিএমএল ভিডিও (HTML
Video)
Add caption |
Music ফাইল এর মত ভিডিও ফাইল কে
<embed /> ট্যাগ দিয়ে ওয়েব পেজ এ প্রদর্শন করা যায়। image ট্যাগ এর মত embed ট্যাগ এর কোন closing ট্যাগ এর প্রয়োজন নেই। src attribute এর মাধ্যমে
সঠিক URL(local বা global) ঠিক করে
ভিডিও ওয়েব পেজে প্রদর্শন করা যায়।http://w3bay.com
<embed src="http://www.ypdesign.tk/files/html/htmlexample.mpeg"
autostart="false" />
আপনি href attribute
এর মাধ্যমেও সঠিক URL ঠিক করে ভিডিও ওয়েব পেজে
প্রদর্শন করা যায়।
<a href="http://www.ypdesign.tk/pics/flash/motiontween1easy.swf">
motiontween1easy.swf</a>http://w3bay.com
"play":"false","src":"images/stories/vedios/Ya
habibi arabic.swf","bgcolor":"#cc0066"
(রাইট বাটন ক্লিক করে play)http://w3bay.com
এইচটিএমএল -ভিডিওর ধরন
Flash movies (.swf), AVI's (.avi), and MOV's (.mov)। embed ট্যাগ এসব ফরমেটকে সাপোর্ট করে।
.swf files - এই ফরমেটটি হচ্ছে ফ্লাশ
.wmv files – এই ফরমেটটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ মিডিয়া টাইপ।
.mov files - এই ফরমেটটি হচ্ছে এপল কুইক টাইম মিডিয়া http://w3bay.com
.mpeg files – এটি একটি standard ফরমেট যা Moving Pictures Expert Group দ্বারা compression movie ফাইল তৈরী হয়েছে।http://w3bay.com
উপরের ফরমেট গুলোর মধ্যে ইন্টানেটে বেশি ব্যবহার হয় swf, mpeg এই ফরমেট গুলো ।
এইচটিএমএল - Embed
Attributes:
Src attribute এর মত <embed /> ট্যাগ এর আরো attribute রয়েছে সেগুলো হলো volume,
autostart, hidden, and loop । autostart - এই
attribute এর দুটি মান false বা true
। যদি
মান true দেয়া হয় তবে পেজ খোলার সাথে সাথে
ভিডিও টি শুরু হয়ে যাবে। hidden - এই attribute এর মাধ্যমে play/stop/pause নিয়ন্ত্রন করে। embedded object is
hidden or not. Values are true or false. (Hide your embeded media if you just
want background noise). loop - এই attribute এর দুটি মান false বা true। true সেট করা থাকলে
ভিডিও টি রিপিট হবে আর false থাকলে হবে না। playcount - Setting a playcount সেট
করা অর্থ হচ্ছে mediaটি
x number পর্যন্ত
repeat হবে অবিরত হওয়ার repeat পরিবর্তে (playcount="2"
এর অর্থ video টি দুই বার চলবে) volume
- এই attribute দ্বারা media file এর volume set করা হয়। এর সীমা হল ০-১০০।http://w3bay.com
0 comments:
Post a Comment