সিএসএস লিংক টিউটোরিয়াল (Pseudo Class)
সিএসএস এনকর/লিংক অবস্থা: আপনি কি জানেন লিংক এর চারটি ভিন্ন অবস্থা আছে। সিএসএস এর
মাধ্যমে প্রতিটি অবস্থাকে customize করা
যায়। নিচের keyword গুলো আলাদা অবস্থা নির্দেশ করে।http://w3bay.com
২ visited - এটি একটি লিংক যা পূর্বে ব্যবহার হয়েছে কিন্তূ লিংকের ঊপর mouse রাখা
হয়নি।http://w3bay.com
৪ active - এটি একটি লিংক যেটা বর্তমানে সক্রিয় আছে
সিএসএস Pseudo-Classes:http://w3bay.com
সিএসএস Pseudo-Classe এর মাধ্যমে আমরা
সিএসএস লিংক এর চারটি অবস্থাকে(state)modify
করতে পারি।http://w3bay.com
সিএসএস কার্সর (CSS Cursor)
আমরা উইন্ডোজ, লিনাক্স
ব্যবহার সময় বিভিন্ন মাউস কার্সর আইকন দেখেছি। বিভিন্ন পরিস্থিতি সাপেক্ষে মাউস
কার্সর এর আইকন বিভিন্ন হয়। জনসাধারন যখন আপনার site visit করবে সেখানেও বিভিন্ন পরিস্থিতি সাপেক্ষে মাউস এর আইকন
বিভিন্ন করে তৈরী করা যায়। যা সিএসএস দ্বারা করা সম্ভব ।http://w3bay.com
সিএসএস কার্সর আইকন: এবার আপনাদের দেখাবো কিভাবে বিভিন্ন
এইচটিএমএল এলিমেন্ট এর জন্য মাউস কার্সর আইকন পরিবর্তন করা যায়।http://w3bay.com
১ default - normal mouse cursor icon প্রদর্শন করে।
৫ pointer – এই hand icon টি নির্দেশ করে যে, যখন আপনি কোন এইচটিএমএল link ঊপর
hover করবেন।
৬ help- এই icon টি নির্দেশ করে
যে আপনি কোন বিষয়ে সাহায্য বা প্রশ্ন
করতে চাচ্ছেন (question mark)
সিএসএস পজিশন টিউটোরিয়াল (CSS Position)
সিএসএস পজিশন এর মাধ্যমে আমরা এইচটিএমএল এলিমেন্টs এর exact পজিশন নির্দেশ করতে পারি।
Position Relative: Relative position দ্বারা
এইচটিএমএল এলিমেন্ট এর position অন্য এলিমেন্ট এর সাপেক্ষে পরিবর্তন করা যায়।http://w3bay.com
h3 {position: relative; top: 15px; left: 150px;}
p {position: relative; left: -10px;}http://w3bay.com
Move Left - এক্ষেত্রে left
এর জন্য negative value
ব্যবহার করতে হবে।
Move Right - এক্ষেত্রে
left এর
জন্য positive value ব্যবহার করতে হবে।
Move Up - এক্ষেত্রে top
এর জন্য negative value
ব্যবহার করতে হবে।
.
Move Down - এক্ষেত্রে
left এর
জন্য positive value ব্যবহার করতে হবে।
Position Absolute:http://w3bay.com
absolute position দ্বারা এইচটিএমএল
এলিমেন্ট এর exact position (pixel value) নির্দেশ করা যায়।
h3 {position: absolute; top: 50px; left: 45px;}http://w3bay.com
p{position: absolute; top: 75px; left: 75px;}http://w3bay.com
Position Fixedhttp://w3bay.com
একটা এলিমেন্টের পজিশন যদি ফিক্সড করে দেন তাহলে সেটা
ব্রাউজারের উইন্ডো সাপেক্ষে অবস্থান করবে এবং ব্রাউজার যদি স্ক্রল করেন তবুও সেটা
স্থির (fixed) থাকবে।http://w3bay.com
উদাহরন:এখানে দেখুন "স্ক্রল করলেও আমি সরবনা" এই
লাইনটির পজিশন ফিক্সড করে দেয়া হয়েছে তাই স্ক্রল করলেও এটি তার অবস্থান থেকে
সরবেনা।http://w3bay.com
Note: Internet Explorer 7 (and higher) supports the fixed
value if a !DOCTYPE is specified.
0 comments:
Post a Comment